Logo

আন্তর্জাতিক    >>   ব্রাজিলে উড়োজাহাজ বিধ্বস্ত, পরিবারের ১০ সদস্যসহ ১৭ জন আহত

ব্রাজিলে উড়োজাহাজ বিধ্বস্ত, পরিবারের ১০ সদস্যসহ ১৭ জন আহত

ব্রাজিলে উড়োজাহাজ বিধ্বস্ত, পরিবারের ১০ সদস্যসহ ১৭ জন আহত

ব্রাজিলের পর্যটন শহর গ্রামাদোতে ভয়াবহ এক বিমান দুর্ঘটনা ঘটেছে। রবিবার (২২ ডিসেম্বর) সকালে শহরটির একটি দোকানের ওপর আছড়ে পড়ে একটি ছোট যাত্রীবাহী উড়োজাহাজ। এতে উড়োজাহাজটির সব আরোহী—পাইলটসহ ১০ জন নিহত হন। দুর্ঘটনার পর আশপাশে থাকা অন্তত ১৭ জন আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

রিও গ্রান্দে দো সুল রাজ্যের গভর্নর এডুয়ার্ডো লেইট জানান, নিহত পাইলট লুইজ ক্লদিও গ্যালেজি ছিলেন উড়োজাহাজটির মালিক। যাত্রীরা সবাই তার পরিবারের সদস্য। পাইলট লুইজ ক্লদিও তার নিজস্ব টুইন-ইঞ্জিন পাইপার পিএ-৪২-১০০০ উড়োজাহাজ নিয়ে সাও পাওলো রাজ্যের জুনদিয়াই শহরের উদ্দেশ্যে রওনা হন।

দুর্ঘটনার কিছুক্ষণ আগে উড়োজাহাজটি ক্যানেলা বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। সকাল ৯টার দিকে প্রতিকূল আবহাওয়ার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এটি শহরের একটি দোকানের ওপর বিধ্বস্ত হয়।

উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার পর দোকান এবং এর আশপাশের এলাকায় ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়। অন্তত ১৭ জন আহত হন, যাদের মধ্যে দোকানে থাকা কর্মী ও আশপাশের পথচারীরা রয়েছেন। গুরুতর আহত দুই ব্যক্তিকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনায় বিধ্বস্ত উড়োজাহাজটি ১৯৯০ সালে নির্মিত একটি টুইন-ইঞ্জিন পাইপার পিএ-৪২-১০০০। এটি মাঝারি আকারের ব্যক্তিগত ও বাণিজ্যিক উড়োজাহাজ হিসেবে পরিচিত।

গভর্নর এডুয়ার্ডো লেইট জানিয়েছেন, ব্রাজিলের অ্যারোনটিক্যাল অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন অ্যান্ড প্রিভেনশন সেন্টার (সেনিপা) এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রতিকূল আবহাওয়ার কারণে উড়োজাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।

রিও গ্রান্দে দো সুল রাজ্যের অন্যতম জনপ্রিয় পর্যটন শহর গ্রামাদো। শহরটি তার মনোরম পরিবেশ, পর্যটকদের আকর্ষণ এবং সাংস্কৃতিক উৎসবের জন্য সুপরিচিত। তবে চলতি বছরের শুরুতে নজিরবিহীন বন্যার কবলে পড়ে গ্রামাদো। ওই দুর্যোগে শহরের বেশ কিছু স্থাপনা ধ্বংস হয় এবং অর্থনৈতিকভাবে বড় ক্ষতির মুখে পড়ে।

দুর্ঘটনার সময় আশপাশে থাকা কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, আকাশে উড়োজাহাজটি হঠাৎ করে কাঁপতে থাকে এবং দ্রুত নীচে নেমে আসে। কিছুক্ষণের মধ্যেই এটি দোকানের ওপর আছড়ে পড়ে। ঘটনাস্থলে থাকা উদ্ধারকারী দল দ্রুত আহতদের হাসপাতালে নিয়ে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।





P.S 220 Winter concert

P.S 220 Winter concert